Notice

সম্মানিত সচিব মহোদয় বড়াইগ্রাম উপজেলায় সিআইজি সদস্যদের মাঝে প্রদর্শনীর মালামাল বিতরণ করেন।

সম্মানিত সচিব মহোদয় বড়াইগ্রাম উপজেলায় সিআইজি সদস্যদের মাঝে প্রদর্শনীর মালামাল বিতরণ করেন।
প্রকাশন তারিখ : May 1, 2020, midnight
জনাব রওনক মাহমুদ, সম্মানিত সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বড়াইগ্রাম উপজেলা, নাটোর এ এন.এ.টি.পি.-২ প্রকল্পের আওতায় বিভিন্ন সিআইজি সদস্যদের মাঝে প্রদর্শনীর মালামাল বিতরণ করেন। এছাড়াও সিআইজি চাষিদের সাথে প্রদর্শনী বাস্তবায়ন এবং এ দুর্যোগকালীন সময়ে করণীয় বিভিন্ন বিষয়ে কথা বলেন। এসময় উপপরিচালক, রাজশাহী বিভাগ, মৎস্য অধিদপ্তর, জেলা মৎস্য কর্মকর্তা , নাটোর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বড়াইগ্রাম, নাটোর, প্রদর্শনী প্রাপ্ত সিআইজি চাষীসহ মৎস্য দপ্তরের সদস্যগণ সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন। 03/05/2020