Notice

নালিতাবাড়ী মৎস্য অফিস কর্তৃক অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ কর্মশালা ও মৎস্য উপকরণ বিতরণ (11-06-2020)

সকল ইভেন্ট
প্রকাশন তারিখ : June 14, 2020, 12:28 p.m.
রবিউল ইসলাম, শেরপুর নালিতাবাড়ী প্রতিনিধি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দুই ইউনিয়নের সি আই জি ভুক্ত মৎস্য চাষি ও নন সি আই জি ৬০ জন সদস্যদের মাঝে আজ বৃহস্পতিবার সকালে ঘাইলারা হাইস্কুল হলরুমে সরকারি মৎস্য প্রকল্প এনএটিপি-২ এর আওতায় মৎস্য অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ কর্মশালা এবং মৎস্য খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা মৎস্য অফিস কর্তৃপক্ষ। নালিতাবাড়ী উপজেলার মধ্যে দুইটি ইউনিয়ন কাকরকান্দি ও বরুয়াজানির সি আই জি ভুক্ত ৪০ জন সদস্য ও ২০ জন নন সি আই জি সদস্যদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেনিং কার্যক্রম পরিচালনা করেন।এটি ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেস(এনএটিপি-২) প্রকল্পের আওতায়ধীন মৎস্য চাষীদের নিয়ে মৎস্য অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।এবং এই অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ কর্মশালার সমাপনীর পর উপস্থিত থেকে সি আই জি ভুক্ত পাঁচজন মৎস্য চাষীদের মাঝে খাদ্য সামগ্রী প্রদর্শনী উপকরণ বিতরণ করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল হক ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান।এছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী,উপজেলা এনএটিপি-২ প্রকল্পের মৎস্য সমন্বয়কারি,ইউনিয়ন মৎস্য লিফ,সি আই জি সমিতির সভাপতি সম্পাদক ও স্থানীয় সাংবাদিক সহ আরও অনেকেই। জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক বলেন,এনএটিপি-২ প্রকল্পের কার্যক্রম মাছ চাষের সহায়ক হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে ইতিপূর্বে থেকেই।যা মৎস্য ক্ষেত্রে মাছ উৎপাদনে এর গুরুত্ব অপরিসীম। আর তার ধারাবাহিকতায় আজ এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন ও মৎস্য খাদ্য উপকরণ বিতরণ।এই করোনা ক্লান্তিতে থেমে নেই মৎস্য চাষের। তাই আপ্নাদের মাছ চাষের ভুমিকা আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভুমিকা আছে ও রাখবে। বিতরণকালে উপজেলা মৎস্য অফিসার মাহমুদুর রহমান বলেন,গতকাল আমরা কিছু সংখ্যক চাষিদের মাঝে উপজেলায় মৎস্য উপকরণ বিতরণ করেছি,আরও দেওয়ার বাকী রয়েছে।আজ আমরা এই কাকরকান্দি ইউনিয়নে এসে সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেনিং সহ খাদ্য বিতরণ করে মাছ চাষে এগিয়ে নিয়ে যেতে চায়।আর করোনা কালীন থেমে থাকবে না আমাদের মাছ চাষ ও মাছ চাষের কোন কার্যক্রম। আমরা সকল চেষ্টা ও শ্রম দিয়ে,সল্প পরিসরে হলেও এবং সকল করোনার নিয়ম কানুন মেনে এগিয়ে নিয়ে যাবো নালিতাবাড়ীর মাছ উৎপাদন এটাই আমাদের দাবি ও এটাই আমাদের প্রতিচ্ছবি।