Notice

যশোরে মৎস্য চাষীদের মাঝে সহজশর্তে মাছের খাবার তৈরীর মেশিন বিতরণ

সকল ইভেন্ট
প্রকাশন তারিখ : June 2, 2020, 3:48 p.m.
যশোর প্রতিনিধি: মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রনালয়ের অধীনস্থ ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (NATP-2) মৎস্য অধিদপ্তরের একটি অঙ্গ। এটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ন প্রকল্প যার কার্যক্রম সারা দেশের ২৭০ উপজেলা জুড়ে বিস্তৃত। এর মধ্যে ৫২৮০ টি সিআইজি রয়েছে এবং ২৬৪০ টি ইউনিয়নে ১৩৫ জন সম্প্রসারণ কর্মকর্তাসহ ২৭০ জন ক্ষেত্রসহকারী মৎস্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে করোনার এ মহামারীতেও তাদের সম্মিলিত প্রচেষ্টায় মাধ্যমে মাছের জাতীয় উৎপাদন বৃদ্ধি ও মাছের বাজার তৈরী করা সহ এবং প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষীদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও এ প্রকল্পের আওতায় ২২ টি নির্বাচিত উপজেলায় মাছের বাজার তৈরি করেছে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য। এনএটিপি-২ প্রকল্পের পরিচালক মহোদয়ের নির্দেশ বাস্তবায়নে স্থানীয় সম্প্রসারণ কর্মকর্তাদের ঐকান্তিক ইচ্ছায় সিআইজি ও ননসিআইজি চাষীদের মাঝে এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-২ (এআইএফ-২) এর মাধ্যমে প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হচ্ছে। এছাড়াও এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-৩ (এআইএফ-৩) এর মাধ্যমে বিতরন করা হচ্ছে মৎস্য চাষে প্রয়োজনীয় সামগ্রী। এ প্রকল্পের মাধ্যমে ২০১৯-২০ অর্থবছরে যশোর জেলার চৌগাছা উপজেলার মৎস্য চাষী সুফল চন্দ্র বিশ্বাসকে (এআইফ-৩) হতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খবার তৈরীর মেশিন বিতরন করা হয়। ইতোমধ্যে সে খাবার উৎপাদন করে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষীদের বিক্রি করে স্বাবলম্বী হচ্ছে। এবং নিজের উৎপাদিত খাবার মৎস্যচাষে ব্যাবহার করে ভালো ফলাফল পেয়েছে। এ বিষয়ে যশোর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন মৎস্য চাষী সুফল চন্দ্র বিশ্বাস ছোটবেলা থেকেই মাছ চাষের প্রতি অতি আগ্রহী ছিলো। সে মাছ চাষকে আরো সম্প্রসারিত করার জন্য এআইএফ-৩ হতে মৎস্য খাদ্য তৈরীর একটি মেশিন গ্রহন করে। এর মাধ্যমে সে তার উৎপাদিত খাবার এলাকার মৎস্য চাষীদের মাঝে ন্যায্যমুল্যে বিক্রি করতে পারবে। এবং এ থেকে এলাকার মৎস্য চাষীরা উপকৃত হবে বলে জানান তিনি। তিনি এনএটিপি-২ প্রকল্পের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং এ প্রকল্পের সর্বঙ্গীন মঙ্গল কামনা করেন। এ বিষয়ে মৎস্য অধিদপ্তরের অঙ্গ এনএটিপি-২ প্রকল্প বাস্তবায়ন ইউনিটের পরিচালক এস.এম মনিরুজ্জামান তৃনমূলের প্রান্তিক মৎস্য চাষীদের ভাগ্য উন্নয়নে সার্বিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। মৎস্য চাষীদের কল্যানের কথা ভেবে মাছ চাষে খাবারের সহজ লভ্যতা ও মাছ চাষকে আরো সম্প্রসারিত করার জন্য এআইএফ-৩ উপপ্রকল্প প্রস্তাব পাঠাতে সহযোগিতা করেন চৌগাছা উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম শাহাজাহান সিরাজ, সম্প্রসারন কর্মকর্তা মুক্তাদুর রহমান, এবং ক্ষেত্রসহকারী ( এনএটিপি-২) প্রমুখ।