Notice

করোনা পরিস্থিতিতে নরসিংদী জেলায় ৫০০ পরিবারের মাঝে পুষ্টির চাহিদা পুরণের লক্ষে মাছ বিতরণ।

করোনা পরিস্থিতিতে নরসিংদী জেলায় ৫০০ পরিবারের মাঝে পুষ্টির চাহিদা পুরণের লক্ষে মাছ বিতরণ।
প্রকাশন তারিখ : May 23, 2022, midnight
করোনা পরিস্থিতিতে নরসিংদী জেলায় ৫০০ পরিবারের মাঝে পুষ্টির চাহিদা পুরণের লক্ষে মাছ বিতরণ। করোনাকালীন সময়ে অসহায় দরিদ্র জনগোষ্ঠির মাঝে পুষ্টির চাহিদা পুরণের লক্ষ্যে নরসিংদী জেলা মৎস্য কর্মকর্তার দিকনির্দেশনায় শিবপুর উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক ত্রান হিসেবে এক ব্যতিক্রম উদ্যোগ এর আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে সামাজিক দুরত্ব বজায় রেখে শিবপুরের বাঘাবো ইউনিয়নের পাচঁপাইকা গ্রামে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে পুষ্টির চাহিদা পুরণের লক্ষে জীবন্ত মাছ বিতরণ করা হয়। উক্ত ত্রান বিতরণে মাছ সরবরাহ করেন শিবপুর উপজেলার মৎস্য প্রডিউসার্স অর্গানাইজেশন এর কার্যনির্বাহী সদস্য ও ব্যবসায়ী প্রতিনিধি জনাব মোঃ মুখলেছুর রহমান। মাছ বিতরণে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ বেলাল হোসেন, বাঘাব ইউনিয়নে পরিষদের নির্বাচিত চেয়ারম্যান তরুণ মৃধা, পিও এর সভাপতি জনাব অহিদুজ্জামান প্রধান, সেক্রেটারি জনাব মোঃ আনিসুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার ধর, সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণ কালে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বেলাল হোসেন জানান কোভিড এর কারণে গরীব ও দরিদ্র মানুষের পুষ্টির চাহিদা মোকাবেলার জন্য এমন উদ্যোগ আরো বেশি দরকার, প্রোটিনের চাহিদা পুরণে ও রোগপ্রতিরোধে মাছ অধিক পুষ্টি সম্পন্ন খাদ্য।এছাড়া মাছে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড যা হৃদরোগের ঝুকি কমায়।। তিনি এ মাছের ত্রান বিতরনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং পিও প্রতিনিধিকে এমন আয়োজনে সহায়তা করার জন্য মৎস্য দপ্তরের পক্ষ্য হতে ধন্যবাদ জানান। দেশে এমন ক্রান্তিকালীন সময়ে দেশের সামর্থবান ব্যক্তি,বিশিষ্ট সমাজসেবক, মৎস্য চাষী ও উদ্যক্তাকে ত্রান হিসেবে মাছ ব্যবহার করে দরিদ্র অসহায় মানুষের আহ্বান জানান। এবং এমন ব্যতিক্রমী উদ্যোগ দেশের প্রতিটি জেলা-উপজেলায় অনুকরণীয় হবে তিনি সে আশাবাদ ব্যক্ত করেন।