Notice

এনএটিপি-২ প্রকল্পের আওতায় দিরাই উপজেলার সিকন্দরপুর সিআইজি (মৎস্য) সমিতির সদস্যদের মাঝে (AIF-2) পিকআপ

এনএটিপি-২ প্রকল্পের আওতায় দিরাই উপজেলার সিকন্দরপুর সিআইজি (মৎস্য) সমিতির সদস্যদের মাঝে (AIF-2) পিকআপ
প্রকাশন তারিখ : Oct. 25, 2020, 2:23 p.m.

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় জনাব রওনক মাহমুদ অদ্য ২৩/১০/২০২০ খ্রি: তারিখে এনএটিপি-২ প্রকল্প, মৎস্য অধিদপ্তর অংগের সুনামগঞ্জ জেলার বিভিন্ন কাজ পরিদর্শন করেন। (১) সুনামগঞ্জ জেলার কার্প হ্যাচারি কমপ্লেক্স, (২) পিওর লাইন ব্রুড উৎপাদন কার্যক্রম ( Seed Multiplication Activities) পরিদর্শন করেন। (৩) সুনামগঞ্জ সদর উপজেলার লালপুরে মুজিব বর্ষ উপলক্ষে স্থাপিত দেশীয় প্রজাতির ছোট মাছের প্রদর্শনী পুকুরে উৎপাদিত গুলশা, পাবদা, টেংরা মাছ পরিদর্শন করেন (৪) এনএটিপি-২ প্রকল্পের আওতায় তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সিবিজি সদস্যদের মাঝে মাছের পোনা ও মৎস্যচাষ উপকরণ বিতরণ করেন (৫) এনএটিপি-২ প্রকল্পের আওতায় দিরাই উপজেলার সিকান্দারপুর সিবিজি সদস্যদের মাঝে পিকআপ ভ্যান বিতরণ করেন। উপস্থিত ছিলেন মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর; মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর; মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট; মহাপরিচালক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট; পরিচালক(অভ্যন্তরীণ মৎস্য), মৎস্য অধিদপ্তর; জেলা প্রশাসক, সুনামগঞ্জ; পরিচালক, এনএটিপি-২, মৎস্য অধিদপ্তর অংগ; এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।