Notice

সম্মানিত অতি: সচিব মহোদয় সাভার সিআইজি সদস্যদের মাঝে এনএটিপি-২ প্রকল্পের আওতায় উপকরন বিতরন করেন।

সম্মানিত অতি: সচিব মহোদয় সাভার সিআইজি সদস্যদের মাঝে এনএটিপি-২ প্রকল্পের আওতায় উপকরন বিতরন করেন।
প্রকাশন তারিখ : July 26, 2020, 11 p.m.
অদ্য ২৫/০৭/২০২০ খ্রিঃ তারিখে এনএটিপি-২ প্রকল্পের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, সাভার, ঢাকা কর্তৃক বাস্তবায়িত এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-২ ( এ আই এফ-২) অনুদানে ক্রয়কৃত উপকরণ বিতরণ করা হয়। এ আই এফ-২ অনুদানে ক্রয়কৃত ০২ টি পিকআপ ভ্যানের চাবি ভাগ্নীবাড়ি সিআইজি মৎস্য সমবায় সমিতি লিঃ ও যাদুরচর সিআইজি মৎস্য সমবায় সমিতি লিঃ এর নিকট হস্তান্তর করা হয়। উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন জনাব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, জনাব মোঃ রমজান আলী, অতিরিক্ত মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর বাংলাদেশ, জনাব এস,এম, মনিরুজ্জামান, পরিচালক, প্রকল্প বাস্তবায়ন ইউনিট, এনএটিপি-২, মৎস্য অধিদপ্তর অংগ, জনাব মোঃ মামুনুর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা, ঢাকা, জনাব হারুন-অর-রশিদ, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা, সাভার, ঢাকা মহোদয়। জনাব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মহোদয় সিআইজি সমিতির সংহতি রক্ষা ও আয়ের সুষ্ঠু বন্টনের উপর গুরুত্বারোপ করেন। জনাব এস,এম, মনিরুজ্জামান, পরিচালক, প্রকল্প বাস্তবায়ন ইউনিট, এনএটিপি-২ মহোদয় বলেন বাংলাদেশ মাছের উৎপাদন হার বৃদ্ধিতে (৯.৪%) বাংলাদেশ বিশ্বে ২য় অবস্থানে রয়েছে। এটা সম্ভব হয়েছে বিগত ১০ বছরে দেশের মৎস্যখাতে যান্ত্রিকীকরণের ফলে। তিনি জানান এনএটিপি-২ প্রকল্প এ আই এফ-২ (সিআইজি) ও এ আই এফ-৩ (উদ্যোক্তা) অনুদানের মাধ্যমে দেশের ৫৭ টি জেলার ২৭০ টি উপজেলায় মৎস্যখাতে যান্ত্রিকীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসময় সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জনাব ইয়াসমিন আক্তার সহ সিআইজি গ্রুপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।